গাছের সমস্যা ও সমাধানঃ
লিফ মাইনর বা সুড়ঙ্গ পোকা অথবা ম্যাপ পোকা:-
আমরা অনেকেই দেখি শসা টমেটো লাউ কুমড়া , লেবু সহ বিভিন্ন সবজি গাছের পাতায় হাতের লেখার মতো রেখা রেখা সাদা দাগ থাকে। এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর সুড়ঙ্গ পোকার আক্রমণ।
এ পোকার কীট পাতার উপ ত্বকের নীচে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে। দাগ শেষে বাদামি হয়ে শুকিয়ে যায়। আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। তীব্র আক্রমণে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়। ধীরে ধীরে পাতা হলদে হয়ে শুকিয়ে যায়।
প্রাথমিক পর্যায়ে পুরাতন ছাইয়ের সাথে অল্প পরিমাণ কেরোসিন মিশিয়ে গাছ এবং পাতায় ছিটিয়ে দিলে পোকার আক্রমণ কমে যায়। হলুদ ফাঁদ ব্যবহার করেও পোকার আক্রমণ দমন করা যায়। এছাড়া তামাকের গুল+ উকুন নাশক শ্যাম্পু পানিতে গুলে মাঝে মাঝে স্প্রে করে দিয়েও পোকা দমন করা যায়।
এছাড়া জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে যেমন, ইকোম্যাক + বায়োনিম প্লাস লেবেলের গায়ে নির্দেশনা মতে পানিতে মিশিয়ে ৫ দিন পরপর ৩ বার স্প্রে করে দিলেও পোকা দমন হবে।
আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের ( রেলোথ্রিন/ রিপকট/ কট/সিমবুশ/ডেসিস ) ১ মিলি হারে প্রতি লিটার পানিতে অথবা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২ মিলি) অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (রিজেন্ট ১.৫ মিলি) ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন পরপর ২/৩ বার। কিটনাশক স্প্রে করার পর কমপক্ষে ১৫ দিনের মধ্যে কোন সবজি অথবা ফল খাওয়া যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস